কম বয়সে ডাবল শতকে গিলের ইতিহাস
স্পোর্টস ডেস্ক:
নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান শুভমান গিল। পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই ডাবল সেঞ্চুরি হাঁকান এই ব্যাটার।
বুধবার হায়দরাবাদে ১৪৫ বলে ১৯টি চার ৮ ছক্কায় ২০০ রান করেন তিনি। অবশ্য এরপর আর বেশি সময় থিতু হতে পারেননি তিনি। ২০৮ রান করে হেনরি শিপলের বলে আউট হন।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েন গিল। ২৩ বছর ৪ মাস ১০ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান তিনি।
তার আগে ১১ ডিসেম্বর, ২০২২ এ বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন ঈশান কিষাণ। তখন তার বয়স ছিল ২৪ বছর বছর ৪ মাস ২৪ দিন।
তার আগে শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা ও ঈশান কিষাণ ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
গিলের ডাবল সেঞ্চুরিতে ভর করে ভারত ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে।
গিলের ২০৮ ছাড়া রোহিত শর্মা করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান। এছাড়া সূর্যকুমার যাদব ৩১, হার্দিক পান্ডিয়া ২৮ ও ওয়াশিংটন সুন্দর ১২ রান করেন।