তালায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোড়ল আবু বকরের দাফন সম্পন্ন
তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় বীর মুক্তিযোদ্ধা ও তালা সরকারি কলেজের ভূগোল বিভাগের ভূতপূর্ব বিভাগীয় প্রধান অধ্যাপক মোড়ল আবু বকর (৭৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া……….রাজিউন)। গত মঙ্গলবার(১৭ ই জানুয়ারী) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে তালার কানাইদিয়া রথখোলা খেলা মাঠ প্রাঙ্গনে জানাযার নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদা(গার্ড অফ অনার) প্রদান করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যাসন্তান হর অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের মৃতঃ আলীবক্স মোড়লের পুত্র এবং তালা উপজেলা জেএসডি’র সভাপতি ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদা(গার্ড অফ অনার) দেওয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ রুহুল কুদ্দুস, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার,যুদ্ধহত বীরমুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশীদ,তালা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, তালা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী, জেলা জেএসডি সভাপতি মীর জিল্লুর রহমান, জেএসডি নেতা গোবিন্দ ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন। জানাযার নামাজ ও গার্ড অফ অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোড়ল আবু বকর কে দাফন করা হয়।
Please follow and like us: