তালায় পশুহাট ও কাঁচা বাজারের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

তালা প্রতিনিধি :
তালায় পশুহাট ও কাঁচা বাজারের আশেপাশে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা (দোকান) উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল কুদ্দুস এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।এসময় তালা সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা গাজী মোঃ আবু হেলাল,তালা থানার এসআই মামুনসহ পুলিশ ফোর্স ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে পশুহাট ও কাঁচা আশেপাশের অবৈধ স্থাপনা (দোকান-ঘর) উচ্ছেদের ফলে  অধিকাংশ ব্যবসায়ীদের কপালে দুশ্চিন্তার চিহ্ন দেখা দিয়েছে। তাদের দাবি আগে হতে কোন নোটিশ প্রদান করা হয়নি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কপোতাক্ষ নদের জেগে ওঠা চরে তালার কাঁচা বাজার ও পশুহাট প্রতিষ্ঠিত। এখানে শতশত ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে।  যাদের এই হাটের উপর নির্ভর করেই রুটি-রুজির ব্যবস্থা হয়। এখন আমাদের ছেলেমেয়ে নিয়ে অর্ধাহার-অনাহারে দিন কাটাতে হবে।
তালা সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা গাজী মোঃ আবু হেলাল জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেছেন। হাট-বাজারে পথচারীদের চলাচল নির্বিঘœ করতে এই অভিযান চালানো করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)