সুন্দরবনে অভয়ারন্য এলাকা থেকে ৯ জেলে আটক,আড়াই লাখ টাকা জরিমানায় মুক্তি
আশিকুজ্জামান লিমন, শ্যামনগর:
পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকা থেকে নয় জেলে আটক করেছে বন বিভাগের বিশেষ টিম। সোমবার (১২ ডিসেম্বর) ভোর ছয়টার দিকে পুষ্পকাটি অভয়ারণ্য কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন বড় মানিকচরা ও কেউয়াবুনিয়া খালে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে খলিল গাজী, ফজর আলী গাজীর ছেলে আনারুল ইসলাম, আবু কাওসার গাজীর ছেলে মাহমুদ আলী ও রমজান আলী, আজগর সরদারের ছেলে অলিউল্লাহ সরদার, শামসুর আলী গাজীর ছেলে আবু সাঈদ, মোঃ আব্দুর রহমানের ছেলে আনিসুর রহমান, আব্দুল কাগুজির ছেলে গোলাম কাগুজি ও কালিগঞ্জ উপজেলার চৌবা-ওয়া গ্রামের ইসহাক আলী মোল্লার ছেলে মজিবর মোল্লা। আটককৃতদের কাছে থাকা তিনটি নৌকা ও বেশ কিছু ফাঁস জাল জব্দ করেছে বনবিভাগ।
আটককৃতদের শেষ খবর পাওয়া পর্যন্ত বন বিভাগের বিশেষ ক্ষমতা আইন (সি ও আর) এর মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় মুক্তি দেয়া হয়। এ বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ নুর আলম বলেন, স্মার্ট টিমের অভিযানে আটকৃত নয় জেলে কে (সি ও আর) এর মাধ্যমে জরিমানা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ছেড়ে দেওয়া হয়।
Please follow and like us: