সাতক্ষীরায় রবি মৌসুমে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চাষাবাদের কার্যক্রমের উদ্বোধন
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা :
রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর বোরো ধানের চাষাবাদের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি পূনর্বাসন কমিটির বাস্তবায়নে সদর উপজেলার বাইপাস, কাশেমপুর, আগরদাঁড়ী মাঠে এই বোরো ধানের চাষাবাদের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. জামাল উদ্দিন।
এসয় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার খালিদ সাইফুলাহ, কৃষি প্রকৌশলী হারুন-উর রশিদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার নাজমুল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার প্রসূখ।
এসময় বক্তারা বলেন, এক বিঘা জমিতে কৃষক দিয়ে ধান রোপন করতে প্রায় ২০০০ টাকা খরচ হয় এবং সময় লাগে বেশি। অন্যদিকে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে এক বিঘা জমিতে ধান রোপন করতে খরচ হয় ৬-৮ শত টাকা এবং সময় লাগে প্রায় এক ঘন্টা। রাইস প্লান্টারের মাধ্যমে ধান রোপন করলে সময় ও টাকা দুটোই বাঁচবে।