বাসের ধাক্কায় প্রাণ গেল চিতা বাঘের
নিউজ ডেস্ক:
ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় একটি চিতা বাঘের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রোববার রাতে বাথুলী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে পার হচ্ছিল বাঘটি। এ সময় একটি বাস চিতা বাঘটি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় বাঘটি। সেখানে উপস্থিত লোকজন বাঘটিকে উদ্ধার করে পাশে নিয়ে সেবা-যত্নের মাধ্যমে সুস্থ করার চেষ্টা করলেও বাঁচানো যায়নি। মৃত্যুর আগে বাঘটি ফ্যালফ্যাল করে মানুষের দিকে তাকিয়ে চোখ দিয়ে পানি ফেলছিল। এ দৃশ্য দেখে উপস্থিত সবার চোখেও পানি ছল ছল করছিল।
স্থানীয় আলাউদ্দিন বলেন, বাঘটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এ সময় আমরা ভুলেই গিয়েছিলাম, এটি বনের বাঘ ছিল।
ডা. দেওয়ান মোহাম্মদ রহমান সবুজ বলেন, প্রতি বছরই এখানে বাঘের আনাগোনা দেখা যায়। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাঘটিকে বাঁচাতে চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত বাঘটি মারা যায়। পরে এলাকাবাসী সিদ্ধান্ত নিয়ে বাঘটিকে মাটিচাপা দেয়।