সাতক্ষীরায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়া বৃষ্টির ফোটার মত ঝড়ে পড়ছে ঘন কুয়াশা!
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়া বৃষ্টির ফোটার মত ঝড়ে পড়ছে ঘন কুয়াশা। সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখো গেছে। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ও শীত বস্ত্রের অভাবে কষ্ট বেড়েছে ছিন্নমূল মানুষেরা।
এদিকে সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, আজ রোববার সকাল ৬টায় সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।
Please follow and like us: