শ্যামনগরে বিয়ের প্রলোভনে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
আশিকুজ্জামান লিমন, শ্যামনগন:
শ্যামনগরে বিয়ের প্রলোভনে প্রতিবন্ধী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার করে থানা পুলিশ ৷ ভিকটিমের ভাই নেছার আলী নিজ বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা করেন ৷ মামলার প্রেক্ষিতে প্রধান শিক্ষককে ১৩ জানুয়ারী ২০২৩ তারিখ শুক্রবার রাতে তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) শাকওয়াত হোসেন প্রধান শিক্ষক সবুরকে গ্রেফতার করেন ৷
ঘটনাসূত্রে জানাযায়, প্রধান শিক্ষক সবুর গাজী স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে কয়েকবার স্থানীয় সালিশে জরিমান ও মুচেলিকা দিয়ে মুক্তি পান ।
গত ৪ মাস আগে উপজেলার সোরা গ্রামের মৃত হামিদের বুদ্ধি প্রতিবন্ধি স্বামীপরিত্যক্তা ছদ্মনাম হালিমা (৩৫) তার ভাগ্নেকে স্কুলে নিয়ে যাওয়া আসার সুবাদে প্রধান শিক্ষক সবুরের কুনজরে পড়ে। হালিমা নিজ লালসার শিকারে পরিনত করার জন্য প্রধান শিক্ষক সবুর স্কুলের সরকারী বিস্কুট ও নগদ টাকা দিয়ে হালিমার সাথে সখ্যতা তৈরি করেন। এরপরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল অফিসে ও বাড়ীতে শ্লীলতাহানি ঘটায় ।
বিয়ের জন্য হালিমা চাপসৃষ্টি করলে প্রধান শিক্ষক সবুর এড়িয়ে যায় এবং হালিমা পরিবার থেকে প্রধান শিক্ষক সবুরকে ডাকা হলে সকলের সামনে হালিমা গলায় ফাঁস লাগালে সবাই তাকে উদ্ধার করেন ৷
হালিমা সঠিক ভাবে বলছেন না তাকে ধর্ষণ করা হয়েছে কি না! কখনো বলছেন তাকে ধর্ষণ করা হয়েছে এবং সে অন্তস্বত্ত্বা আবার কখনো বলছে না ৷
বুদ্ধি প্রতিবন্ধী হালিমার ধর্ষণ ও শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার প্রধান শিক্ষক আঃ সবুর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামের মৃত আবু ছাদেম গাজীর ছেলে। তিনি ১৬৩ নং পূর্ব রমজাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হাসান বাদল প্রধান শিক্ষক সবুরকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন ৷
Please follow and like us: