সিরিজ বাতিলের প্রতিবাদে অস্ট্রেলিয়াকে রশিদ খানের হুমকি
স্পোর্টস ডেস্ক:
চলতি বছরের শুরুতেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে নামার কথা ছিলো অস্ট্রেলিয়ার। তবে হুট করেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে অজিরা। আফগানিস্তানে নারীদের ওপর তালেবানদের বিধিনিষেধ আরোপের জের ধরে সিরিজটি বাতিলের ঘোষণা দিয়েছে তারা।
হঠাৎ করে অস্ট্রেলিয়ার এমন কাণ্ডে চটেছেন আফগান অধিনায়ক রশিদ খান। এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির জনপ্রিয় ঘরোয়া টি-২০ লিগ বিগ ব্যাশ বর্জনের হুমকি দিয়েছেন সদ্যই আফগানদের দায়িত্ব নেয়া এই লেগ স্পিনার।
প্রতিবাদ জানিয়ে নিজের অফিসিয়াল ফেসবুজ ও টুইটারে রশিদ বলেছেন, অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানের বিপক্ষে খেলাকে অস্বস্তির মনে করে, তবে তিনিও নিজের উপস্থিতির মাধ্যমে বিগ ব্যাশে অস্বস্তি সৃষ্টি করতে চান না।
আফগানিস্তানের অধিনায়ক তার পোস্টে লেখেন, ‘অস্ট্রেলিয়া আমাদের বিপক্ষে মার্চে খেলতে যাওয়া সিরিজ থেকে নিজেদের সরিয়ে নেয়ায় আমি সত্যিই হতাশ। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি বেশ গর্ববোধ করি। ‘
অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্ত আফগানিস্তানের ক্রিকেট উন্নতিতে বাধা হয়ে দাঁড়াবে জানিয়ে রশিদ যোগ করেন, ‘আমরা বিশ্বমঞ্চে দারুণ উন্নতি দেখাচ্ছি। সিএর (ক্রিকেট অস্ট্রেলিয়া) এই সিদ্ধান্ত আমাদের সেই যাত্রাকে পিছিয়ে দিয়েছে।’
বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ২০১৭ সালে যাত্রা শুরু করেন রশিদ। এরপর থেকে এই লিগে নিয়মিত মুখ এই লেগ স্পিনার। তবে ভবিষ্যতে এই লিগে আর খেলবেন কি না, তা জোরালোভাবে বিবেচনা করছেন রশিদ।
তিনি আরো বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে খেলা যদি অস্ট্রেলিয়ার জন্য অস্বস্তির বিষয় হয়, তবে বিবিএলে নিজের উপস্থিতির মাধ্যমে আমি কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। এই প্রতিযোগিতায় নিজের ভবিষ্যৎ নিয়ে আমি আরো চিন্তা করবো।’