প্রতিবন্ধী ছাত্রকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক জামায়াত নেতা শামসুজ্জামান আটক
স্টাফ রিপোর্টার:
দেবহাটায় চতুর্থ শ্রেনীতে পড়ুয়া প্রতিবন্ধী ছাত্রকে বলাৎকারের ঘটনায় অবশেষে আলোচিত সেই মাদ্রাসা শিক্ষক জামায়াত নেতা শামসুজ্জামান (৫২) কে আটক করেছে পুলিশ। আটককৃত জামায়াত নেতা শামসুজ্জামান এলাহী বকস্ দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক ও দক্ষিন কুলিয়ার বাসিন্দা।
গত কয়েক বছরে এনিয়ে অন্তত হাফডজন বার ছাত্র বলাৎকারের অভিযোগ মিলল জামায়াত নেতা শামসুজ্জামানের বিরুদ্ধে। সম্প্রতি দক্ষিন কুলিয়ার দিনমজুর সিরাজুল ইসলামের প্রতিবন্ধী ছেলে ও একই মাদ্রাসার চতুর্থ শ্রেনীর ছাত্র ইমরান হোসেন (১৫) কে মাদ্রাসা ভবনের দোতলার একটি কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিক্ষক শামসুজ্জামান জোরপূর্বক তাকে বলাৎকার করে বলে অভিযোগ ভিকটিমের পরিবারের।
এঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে শুক্রবার দুপুরে অভিযুক্ত শিক্ষক জামায়াত নেতা শামসুজ্জামানকে আটক করে দেবহাটা থানা পুলিশ। ইতোপূর্বে একাধিকবার ছাত্র বলাৎকারের অভিযোগ প্রমানিত হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে বহাল তবিয়তে ছিলেন শামসুজ্জামান। এবারও নিজেকে বাঁচাতে বলাৎকারের ঘটনা ধামাচাঁপা দেয়ার জন্য বৃহষ্পতিবার রাতে মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও স্থানীয় কয়েকজন পাতি নেতার সাথে দু’লাখ টাকায় দফারফা হয় শামসুজ্জামানের।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ। পাশাপাশি আটক এ জামায়াত নেতার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলাও রয়েছে বলে জানিয়েছেন তিনি।