সাতক্ষীরায় ২ দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি :
বাংলা একাডেমীর সমন্বয়ে জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সাতক্ষীরায় ২ দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা শিল্প কলা একাডেমীতে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সাহিত্য মেলার উদ্বোধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর -২ আসেনর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোসাম্মৎ জোহরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যক্ষ মোঃ আমানুলাহ আল-হাদী, সরকারি মহিলা কলেজ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, বাংলা একাডেমী উপপরিচালক ইমরুল ইউসুফ সহ আরো অনেকে।