পাটকেলঘাটায় মামলাকৃত জমিতে ঘর নির্মানের অভিযোগ
বিশ্বজিৎ চক্রবর্তি ॥ পাটকেলঘাটা:
পাটকেলঘাটায় ভিপি জমিতে ঘর-বাড়ী নির্মানের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করে অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী প্রশান্ত চক্রবর্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, তফশীল বর্ণিত সম্পত্তি তালা উপজেলার পুটিয়াখালী মৌজার, জে এল নং-৪৫, খতিয়ান নং-৫০১, দাগ নং সাবেক ১২০৫ ও ১২০৮, হাল ৩০৫৬ ও ৩০৫৭ এর উপর অবস্থিত। উক্ত ভিপি ২৪/৮৫(তালা)নং মামলাকৃত জমি তে নির্মিত ঘর রয়েছে। মামলা চলমান থাকায় উক্ত জমিতে দ্বিতল ভবন নির্মানের কাজ শুরু করেছে পার কুমিরা গ্রামের মৃত অফেল উদ্দীনের পুত্র সিরাজ উদ্দীন ও সিরাজ উদ্দীনের পুত্র ফয়সাল উদ্দীন, যেটা ইজারা আইন বর্হিভূত। অভিযোগটি তালা উপজেলা নির্বাহী অফিসার আমলে নিয়ে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র উপর বিধি মোতাবেক জরুরী ভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন।