শ্যামনগরে শিক্ষক আবুল বাসারকে আত্মহত্যায় প্ররোচনা-কারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী ইউনিয়নের এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারকে আত্মহত্যায় প্ররোচনা-কারীদের গ্রেফতারের দাবিতে মানব-বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কৈখালী এলাকাবাসীর আয়োজনে মধ্য কৈখালী গাজীপাড়া বায়তুন নুর জামে মসজিদের সামনে এই মানব-বন্ধন অনুষ্ঠিত হয়। সমাজসেবক জি এম বুলবুল আহমেদ সভাপতিত্বে মানব-বন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আবুল বাসারের স্ত্রী নুর নাহার পারভিন, বড় ছেলে মেহেদী হাসান, ছোট ছেলে ছামিউল আজম, কৈখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম শুভ, সমাজসেবক বজরু মোড়ল প্রমুখ।
বক্তারা প্রধান শিক্ষক মোঃ আবুল বাসারকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
প্রসঙ্গত, বুধবার (৪ জানুয়ারি) বেলা দেড়টার দিকে আত্মহত্যা করেন সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার। তার পরিবারের দাবি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শোকজ নোটিশ পেয়ে আত্মহত্যা করেন তিনি।
এই ঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী নুরু নাহার পারভীন শ্যামনগর থানায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম ও স্কুলের শিক্ষকসহ মোট সাতজনের নামে আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার তিনদিন পার হয়ে গেলেও এখনো কোন আসামি গ্রেফতার না হওয়াতে দুই শিক্ষার্থী সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন প্রধান শিক্ষকের স্ত্রী নুরু নাহার
পারভীন।