শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরায় শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় হাড় কাঁপানো শীতে মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে জেলার বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. সবিজুর রহমান জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের বহির্বিভাগে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন ৫০/৬০ জন রোগী। এই রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
এদিকে সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, আজ শনিবার সকাল ৬টায় সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ।
Please follow and like us: