ঘুমন্ত ইউপি সদস্যকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
নিউজ ডেস্ক:
বরগুনায় বাইরে থেকে ঘর বন্ধ করে ইউপি সদস্য শামীম খানকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি চান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে খুলনার খালিশপুর এলাকার নতুন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে চান মিয়াকে বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১০ আগস্ট রাতে বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউপির ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামীম খানের ঘর বাইরে থেকে বন্ধ করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘুমন্ত অবস্থায় গুরুতর দগ্ধ হন শামীম। এ সময় তার স্ত্রী সন্তানও দগ্ধ হন। গুরুতর দগ্ধ শামীমকে প্রথমে বরিশাল মেডিকেল পরে ঢাকায় পাঠানো হয়। ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পরদিন দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
পরে এ ঘটনায় বেতাগী থানায় অজ্ঞাতনামা হত্যা মামলা করেন নিহত শামীম খানের মা মনোয়ারা বেগম। এর আগে এ মামলায় আসামি রাজা ও শিশির ও নূর মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তারা সবাই আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ডিবি পুলিশের সহায়তায় প্রধান আসামি চান মিয়াকে খুলনা থেকে গ্রেফতার করা হয়।
বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ভারতে পালিয়ে যাওয়ার সময় খুলনার খালিশপুর থেকে চান মিয়াকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।