‘এত দিনের সম্পর্ক ভুলতে পারছি না, আমি নিরুপায়’
নিউজ ডেস্ক:
কলেজে পড়ার সময় প্রেমিক রাকীবের সঙ্গে পরিচয় হয় তরুণীর। একপর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ওই সম্পর্কের জেরে প্রায় দেখা করতেন তারা। বিয়ের কথা বলে প্রেমিক রাকীব তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন। কিন্তু এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছেন রাকীব। তাই কোনো উপায় না পেয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছি। এত দিনের সম্পর্ক ভুলতে পারছি না, আমি নিরুপায়।
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুরে। মঙ্গলবার সকাল থেকে উপজেলার কুড়াগাছা ইউপির পিরোজপুর গ্রামে প্রেমিক রাকীব হোসেনের বাড়িতে অনশন করছেন ওই কলেজছাত্রী। রাকীব ওই গ্রামের ব্যবসায়ী আবদুর রহিমের ছেলে। ওই কলেজছাত্রী ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউপির চানতারা মালিরবাগ গ্রামের বাসিন্দা।
ওই কলেজছাত্রী বলেন, ঘাটাইল জিবিজি কলেজে পড়ার সময়ে আমাদের পরিচয় হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাঝেমধ্যেই দেখা করতাম। বিয়ের কথা বলে রাকীব আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছেন রাকীব। এত দিনের সম্পর্ক ভুলতে পারছি না, আমি নিরুপায়।
তিনি আরো বলেন, কোনো উপায় না পেয়ে মঙ্গলবার সকাল থেকে বিয়ের দাবিতে অনশনে বসেছি। বাড়ির ভেতরে গেলে রাকীব ও তার পরিবারের লোকজন মারধর করে বাইরে বের করে দিচ্ছেন। মোবাইলও কেড়ে নিচ্ছেন। এ জন্য গেটের বাইরে অবস্থান করছি।
প্রেমিক রাকীবের বাবা আবদুর রহিম বলেন, মেয়েটি এসে বিয়ের দাবিতে আমার বাড়ির গেটের সামনে অবস্থান করছে।
কুড়াগাছা ইউপি চেয়ারম্যান ফজলুল হক সরকার বলেন, মেয়েটি ওই বাড়িতেই ছিল। নিরাপত্তার জন্য আমার বাড়িতে নিয়ে এসেছি।