সৌদি ক্লাব আল-নাসেরে যোগদানের কারণ জানালেন রোনালদো
স্পোর্টস ডেস্ক:
সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগদানের পর থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে সৌদি আরবে আসার পেছনে নতুন চ্যালেঞ্জই মুখ্য ভূমিকা পালন করেছে বলেই জানিয়েছেন সিআর সেভেন।
তিনি বলেন, হাতে আরো অনেক ক্লাবের প্রস্তাব ছিলো। তবে সবাইকে ‘না’ বলে কেন সৌদি আরবের আল-নাসেরের প্রস্তাবে রাজি হয়েছেন, সেটিও জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
আল-নাসেরের খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন রোনালদো। আল-নাসেরে যোগ দেওয়ার কারণ হিসেবে রোনালদো জানান, সৌদি আরবের লিগের প্রতিযোগিতামূলক ফুটবলই টেনেছে তাকে, ‘সৌদি আরবের লিগ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এটা অনেকেই জানে না। আমি জানি, কারণ আমি এই লিগের অনেক ম্যাচ দেখেছি।’
এদিকে আল-নাসেরে যোগ দিতে পেরে তিনি গর্বিত এবং এটিকে নতুন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বলেও জানান ক্রিশ্চিয়ানো রোনালদো।
প্রসঙ্গত, দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল-নাসেরের কাছ থেকে প্রতি বছর প্রায় ২২০০ কোটি টাকা পাবেন রোনালদো। নিজেরদের সমর্থকদের কাছে আজ সন্ধ্যায় রোনালদোকে পরিচয় করিয়ে দেয় আল-নাসের কর্তৃপক্ষ।