আশাশুনির বিভিন্ন প্রাইমারী স্কুলে কোভিড টিকাদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কোভিড-১৯ ২য় ডোজের টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকালে স্কুলগুলোতে একযোগে টিকা দেওয়া হয়।
ধান্যহাটি ও সোদকনা সরকারি প্রাথমিক বিদ্যালয় : আশাশুনি সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোদকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ ২য় ডোজ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসময় বিদ্যারয় দু’টির ৫-১১ বছর বয়সী শিশুদেরকে টিকা প্রদান করা হয়।
বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় : বিদ্যালয়ের ৫-১১ বছর বয়সী সকল শিক্ষার্থীদের করোনা টিকার ২য় ডোজ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক রবীন্দ্রনাথ সরকার। এসময় পিটিএ কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক পরিমল কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
আনুলিয়া ইউনিয়ন : উপজেরার আনুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিছট সরকারি প্রাথমিক বিদ্যারয়ূ, আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্থানীয় মাদ্রাসার ৫-১১ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের টিকা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় টিকাদান কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার জন্য দায়িত্বশীলদের পাশাপাশি কর্মকর্তাবৃন্দ কেন্দ্রগুলো পরিদর্শন করেন।