জাতীয় পার্টি ছাড়া সরকার গঠণ হবে না- সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিকীতে জাপা নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিনিধি :
জাকজমকপূর্ণ আয়োজনে সাতক্ষীরার তালায় জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (১ জানুয়ারি) বেলা ১১টায় তালা ডাকবাংলো চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর এক বর্নাঢ্য র্যালী তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনার শুরুতে জাপার জন্মদিন উপলক্ষ্যে কেক কাঁটা হয়। তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠাণে প্রধান অতিথি ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত।
এ সময় বক্তব্য রাখেন জাপা নেতা জাহাঙ্গীর হাসান, হাবিবুল ইসলাম।হাবিব, সিরাজুল ইসলাম, ডা.আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, নুরুল ইসলাম, বাবলুর রহমান, ছাত্র সমাজ নেতা রাজু, ইউনুচ আলী, কাজী জীবন, হাসান আলী বাচ্চুসহ আরও অনেকে।
আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত বলেন, আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চায়। অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণ হবে ক্ষমতার প্রতিদ্বন্দ্বীতায় আমরা অন্যতম প্রতিদ্বন্দী। আমাদের ছাড়া কোন সরকার গঠিত হতে পারবে না।
জাপা নেতারা বলেন, রংপুরে এক তরফা জাতীয় পার্টির বিজয়ের মধ্য দিয়ে সারাদেশে জাতীয় পার্টি উজ্জীবিত। সুশাসন ও উন্নয়ন ফিরে পেতে জিএম কাদেরের নেতৃত্বে লাঙল প্রতিক সারাদেশে বিজয়ী হবে। ইভিএমে শান্তিপূর্ণ নির্বাচন হয় না। এটি ভোট কারচুপির মেশিন। আমরা আগামীতে নিরপেক্ষ, দখলমুক্ত নির্বাচন দাবি করছি।
অনুষ্ঠানে তালা উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।