১৩ বছর পর প্রাথমিকে শুরু বৃত্তি পরীক্ষা
নিউজ ডেস্কঃ
দীর্ঘ ১৩ বছর পর ফের বৃত্তি পরীক্ষায় বসেছে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ১০টার দিকে শুরু হয় এ পরীক্ষা।
বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। দুই ঘণ্টার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে প্রাথমিকের ২০ শতাংশ শিক্ষার্থী।
এবার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ছয় লাখ শিক্ষার্থী। বৃত্তি পাবে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।
২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর পর এর ভিত্তিতেই বৃত্তি দেওয়া শুরু হয়। এর আগে শিক্ষার্থীদের আলাদা বৃত্তি পরীক্ষায় বসতে হতো। কিন্তু গত দুই বছর পিইসি পরীক্ষা হয়নি। ফলে বন্ধ হয়ে যায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি। এ দুই পরীক্ষা আর হবে না বলে ঘোষণাও দেয় সরকার।
Please follow and like us: