সাতক্ষীরায় জামায়াতের মিছিল, গ্রেপ্তার ১৬ জন, পাঁচটি ককটেল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়াসহ আলেম ওলামাদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জামায়াত।
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ শহরের হাটের মোড় থেকে মিছিলটি বের করে। মিছিলের একটি অংশ হাটের মোড় থেকে তুফান মোড়ের দিকে, অপর একটি সাতক্ষীরা সদর উপজেলার পরিষদের সামনে দিয়ে জামায়াত অফিসের দিকে বিক্ষোভ শুরু করলে পুলিশের বাধার মুখে তা পন্ড হয়ে যায়। এসময় নাশকতা সৃষ্টির অভিযোগে ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে পাঁচটি ককটেল।
মিছিলটির নেতৃত্বে ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে চলমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ আজ এক ভয়াবহ পরিস্থিতিতে নিপতিত। দেশ অব্যাহত-ভাবে নতুন নতুন সঙ্কটের দিকে ধাবিত হচ্ছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক অঙ্গনে এক বিপর্যয়কর পরিস্থিতি বিদ্যমান।
সেনা সমর্থিত সরকারের নিরাপদ প্রস্থানের জন্য ২০০৮ সালে সাজানো নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার জনগণের ওপর চেপে বসেছে। তারা ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আদালতের দোহাই দিয়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে। অথচ আদালতের রায়ে পরপর দুই নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে করার কথা বলা হয়েছিল। তারা ক্ষমতার মোহে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শনিবার সকালে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে পাঁচটা ককটেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।