তালায় চতুর্থ বারের মত হাজী সম্মেলন অনুষ্ঠিত
তালা প্রতিনিধি:
তালা উপজেলায় হাজীদের অংশগ্রহণে চতুর্থ বারের মত হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ মাঠে হাজী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাজী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান এবং তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন হাজী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক কামরুল ইসলাম, আলহাজ্ব ডা.মাহমুদুল হক,আলহাজ্ব মিজানুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মতিয়ার রহমান প্রমুখ ।
এসময় সম্মেলনটি সার্বিকভাবে পরিচালনা করেন হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও উপজেলা কমপ্লেক্সের জামে মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র হজ্ব পালনে সরকারী ভাবে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। যার ফলে হাজীরা সহজে হজ্ব পালন করতে পারবে।
Please follow and like us: