সাতক্ষীরা-খুলনা মহাসড়কসহ দেশব্যাপী ৫১ জেলার উন্নয়কৃত মহসড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী ৫১টি জেলায় ২০০০কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়ক এর উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাতক্ষীরা জেলায় খুলনা-চুকনগর-সাতক্ষীরা মহাসড়ক উন্নয়ন মোট ২৪ দশমিক ৮০ কিলোমিটার সড়কসহ দেশব্যাপী ৫১টি জেলার উন্নয়নকৃত মহাসড়কের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
ভার্চুয়ালে সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর -২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরসহ জেলার বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
এসময় খুলনা বিভাগে ৮টি জেলায় ১৬টি মহাসড়ক উন্নয়ন, মোট ৩৫২ কিলোমিটার মহাসড়ক ব্যয় ১ হাজা ৫৬৮ কোটি টাকা, সাতক্ষীরা জেলায় খুলনা-চুকনগর-সাতক্ষীরা মহাসড়ক (আর-৭৬০) সড়ক উন্নয়ন মোট ২৪.৮০ কিলোমিটার সড়ক, ব্যয় ১১০ দশমিক ২৩ কোটি টাকা।
ৎৎ