মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের নির্মানাধীন মসজিদের নির্মাণ কাজ পরিদর্শণ করলেন এমপি রবি
মাহফিজুল ইসলাম আককাজ :
সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ
রবি আদর্শ কলেজের নির্মানাধীন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ মসজিদের নির্মাণ কাজ পরিদর্শণ করেছেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের সাথে কলেজের সামগ্রীক বিষয় নিয়ে কথা বলেন। মসজিদের নির্মাণ কাজ পরিদর্শণ পূর্বে কলেজ ক্যাম্পাস পরিদর্শণ করেন। এসময় এমপি রবি কলেজের সুন্দর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম,গভর্ণং বডির সভাপতি নজরুল ইসলাম, প্রভাষক রমজান আলী, লিয়াকত আলী, ওবায়দুল্লাহ, আরিজুল ইসলাম,ফারুক হোসেন, জিলানী মাহমুদ, আক্তারুজ্জামান, আলী হোসেন সালেক, আব্দুর রহিম, আলাউদ্দিন, নাসির উদ্দিন, রোখসানা খাতুন, নাজমা পারভীন, ফরিদা বেগমসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।