ছোট চুলের তিনটি স্টাইল শিখে নিন
লাইফস্টাইল ডেস্ক:
চুল ছেঁটে ফেলেছেন, তাতে কী! ছোট চুলও মনের মতো সাজিয়ে নেয়া যায়। ছোট চুল সাজানোর তিনটি স্টাইল জেনে নিন।
শর্ট কার্লস: প্রথমে চিরুনি দিয়ে চুল এদিক-ওদিক করে উপরের অংশ ক্লিপ দিয়ে আটকে দিতে হবে। নিচের অংশ প্রথমে কার্ল করে তার পর ধীরে ধীরে ক্লিপ খুলে উপরের অংশের চুলের ডগাও কার্ল করুন। সামান্য হেয়ারস্প্রে প্রয়োগ করুন যাতে কার্ল অনেক ক্ষণ থাকে।
বুফোঁ: মাথার পেছনের অংশের চুলগুলো এক সঙ্গে আটকে নিন। তার পর সামনের অংশে সিঁথি করে চুল দুই ভাগে ভাগ করে তা কার্ল করে নিন। এবার পেছনের অংশের বেঁধে রাখা চুল ছেড়ে দিয়ে একটি বুঁফো বানিয়ে নিন। পরিচ্ছন্ন দেখানোর জন্য এটি একবার আঁচড়েও নিন। দুই দিক থেকে চুলের ছে়ড়ে থাকা অংশ ক্লিপ দিয়ে পেছনের দিকে আটকে নিন।
স্লিকড-ব্যাক ওয়েট: কাঁধের উপর চুলের দৈর্ঘ্য হলে এমন সাজ মানাতে পারে ভাল। হাতে এক দলা হেয়ার মুস নিয়ে তা চুলে মাখিয়ে নিন। তার পর এই অবস্থাতেই চুল আঁচড়ে নিন।