দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

স্টাফ রিপোর্টার:

দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভার শুরুতেই সন্তুষ্টি প্রকাশসহ উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন নের্তৃবৃন্দ। ঘন্টাব্যাপী আলোচনার বেশিরভাগই জুড়ে ছিল মাদক চোরাচালান ও বিকিকিনি হ্রাস, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা, রপ্তানীযোগ্য চিংড়ি শিল্পকে বাঁচাতে কুলিয়া মৎস্য ও রেণু সেডে গলদার রেণুপোনা অবাধে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন সময়ে সৃষ্ট নানা ধরণের প্রতিবন্ধকতা দূরীকরণ, উপজেলা প্রশাসনের বিনাঅনুমতিতে কুলিয়া রেণুর বাজারে যখন তখন বিজিবি’র অভিযান পরিচালনা করে পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই গলদার রেণু জব্দ এবং ধ্বংস করে মৎস্য চাষী, ব্যবসায়ী, বাজারের ইজারাগ্রহীতার আর্থিক ক্ষতিসাধন ও হয়রানী রোধে পদক্ষেপ গ্রহণ, ড্রামট্রাক বা ট্রলিতে ইটভাটার মাটিবহন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এনে জনদূর্ভোগ নিরসণ, খলিশাখালির পুনরুদ্ধারকৃত সম্পত্তিতে বর্তমানে অবস্থান নিয়ে থাকা মালিকপক্ষের অহিদুল-মনি বাহিনী ও মোকারম বাহিনীর লোকজন কর্তৃক খলিশাখালির পাশ^বর্তী নোড়ারচক, চারকুনি, পলগাদা, জোয়ারগুচ্ছগ্রাম সহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, রাতের আধারে লুটপাটসহ চলমান সন্ত্রাসী কর্মকান্ড বন্ধসহ আইন-শৃঙ্খলার উন্নয়নে বিভিন্ন বিষয় সমূহ। দীর্ঘ আলোচনান্তে এসকল বিষয়ে সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন ও রেজুলেশন করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান।

এ সময় দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, পল্লী বিদ্যুৎ দেবহাটা সাব-জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম জুয়েল, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, শিক্ষা অফিসার মো. শাহজাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, আনসার ভিডিপি অফিসার আশালতা খাতুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার ও বিজিবি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পরে একইস্থানে উপজেলা পরিষদের ১২তম সভা, উপজেলা চোরাচালান নিরোধ কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, মানব পাচার প্রতিরোধ কমিটি, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ কমিটি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা এবং পরিবার কল্যাণ প্রচার ও সেবা সপ্তাহের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)