মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরনসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
সাতক্ষীরা প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন এবং বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ বিতরন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের অভ্যন্তরে বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন, বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ।
সেখানে আরো উপস্থিত ছিলেন, সহকারী অধিনায়ক মাসুদ রানাসহ ব্যাটালিয়ন সদর দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় সেখান থেকে অর্ধশতাধিক গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন এবং বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক রোগ নিরুপন করতঃ দুই শতাধিক নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরন করা হয়।
এর আগে বিজিবি উদ্যোগে সকাল ৯টায় ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপিতে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন, বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এস.কে.এম কফিল উদ্দিন। এসময় ভোমরা বিজিবি কমান্ডার ওহিদুল ইসলাম, নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীসহ ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।