পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
অনলাইন ডেস্ক :
রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, নাজিরা বাজারের আলু বাজারের একটি পাঁচতলা ভবনের চার তলায় থাকা জুতার কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিছু সময়ের মধ্যে তাদের সঙ্গে আরও দুটি ইউনিট যোগ দেয়।
তিনি বলেন, এছাড়া খবর পেয়ে আশেপাশের স্টেশনগুলো থেকে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়। তবে তারা পৌঁছানের আগেই ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।