আশাশুনিতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে বিএনপি- জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১.৩০ টায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন এ কর্মসুচির আয়োজন করে।
কর্মসূচির শুরুতে জনতা ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে সমাবেশ করা হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আফ ম রুহুল হক এমপি।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও এম এম সাহেব আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আলমগীর আলম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, দপ্তর সম্পাদক বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন আঙ্গুর প্রমুখ। সমাবেশে প্রবীন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, সাবেক চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, আ’ লীগ নেতা সাজ্জাদুল হক টিটলসহ উপজেলা ও ইউনিয়ন-ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।