সাতক্ষীরায় মহিলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি:
বিএনপি-জামায়াত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ ও যুবলীগ।
শনিবার বিকেলে শহরের কামালনগর এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচীতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধী চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য করার চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি-জামায়াত চক্র দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করার ষড়যন্ত্র চালাচ্ছে। এই চক্র নৈরাজ্য, সন্ত্রাস করে জনগণের যাতে কোন ক্ষতি করতে না পারে সেজন্য ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী রাজপথে থেকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছে বলে তারা মন্তব্য করেন।
পৌর আ.লীগের সভাপতি শেখ নাসেরুল হক এর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক কমিশনার সেলিম হোসেন, যুব মহিলা লীগ সীমা সিদ্দিকী, শামীমা পারভীন রত্না, লায়লা পারভীন সেঁজুতি, ফিরোজ কামাল শুভ্র প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের মহিলা সম্পাদিকা শিমুন শামস্, সদস্য ইসমত আরা, যুব মহিলা লীগ সভাপতি সাবিহা হোসেন, সহ-সভাপতি নাহিদা পারভীন পান্না, পৌর আওয়ামী লীগ মহিলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন শিল্পী প্রমুখ।