রোনালদোকে বেঞ্চে রেখেই মাঠে পর্তুগাল
খেলাধুলা :
পর্তুগালের শেষ ষোলোর ম্যাচে একাদশে ছিলেন না সময়ের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ফর্ম না থাকায় তার বদলি হিসেবে সুযোগ পান গনকালো রামোস। সুইজারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে হ্যাটট্রিকও করেন তিনি। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও রামোসের ওপর আস্থা রেখেছেন কোচ ফার্নান্দো সান্তোস। রোনালদোর পরিবর্তে তিনিই সুযোগ পেয়েছেন দলের একাদশে।
শেষ নকআউটের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ৬-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছিল পর্তুগাল। ওই ম্যাচে রামোসের হ্যাটট্রিক ছাড়াও গোল পেয়েছিলেন পেপে, রাফায়েল গুইয়েরেরো ও রাফায়েল লেয়াও। পেপে, রাফায়েল গুইয়েরেরো শুরুর একাদশেই সুযোগ পেয়েছেন। লেয়াও আগের ম্যাচে বেঞ্চে ছিলেন, মরক্কোর বিপক্ষেও বেঞ্চে জায়গা হয়েছে তার।
সুইসদের বিপক্ষে একটি অ্যাসিস্ট করেছিলেন জোয়াও ফেলিক্স। তরুণ এ তারকা মরক্কোর বিপক্ষেও খেলবেন শুরু থেকে। এবারের বিশ্বকাপে পর্তুগালের হয়ে দারুণ খেলছেন ব্রুনো ফার্নান্দেজ। টুর্নামেন্টে এখন পর্যন্ত ২টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকাও প্রত্যাশিতভাবে একাদশে তার জায়গা ধরে রেখেছেন।
পর্তুগাল একাদশ
দিয়েগো কস্তা, দিয়েগো দালত, পেপে, রুবেন দিয়াজ, রাফায়েল গুইয়েরেরো, ওটাভিও, নেভেস, বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, গনকালো রামোস ও জোয়াও ফেলিক্স।
মরক্কো একাদশ
ইয়াসিন বোনো, আশরাফ হাকিমি, রোমা সাইস, সোফিয়ান আমরাবাত, সেলিম আমাল্লাহ, আজ্জেদিন উনাহি, হাকিম জিয়েখ, সোফিয়ান বুফাল, ইউসেফ নেসিরি, জাওয়াদ ইয়ামিক ও ইয়াহিয়া আত্তিয়াত।