বিশ্বকাপ থেকে বিদায়ে নেইমারের অবসরের ইঙ্গিত
স্পোর্টস ডেস্কঃ
অনেক স্বপ্ন নিয়ে কাতারে পা রেখেছিল ব্রাজিল। নিজেদ্বের ইতিহাসে সেরা একটা দল নিয়ে মিশন হেক্সার উদ্দেশ্য আসর শুরু করেছিল লাতিন আমেরিকার দলটি। তবে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে জলাঞ্জলি দিতে হয়েছে সেই স্বপ্ন।
এমন হারের পর স্বভাবতই বেশ আঘাত পেয়েছেন দলের সব সদস্য। আসর থেকে বিদায়ের পরপরই পদত্যাগ করেছেন দলটির প্রধান কোচ তিতে। এবার বিশ্বমঞ্চ থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়র।
এরপরও জাতীয় দলের হয়ে নেইমারকে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নেইমার বলেন, ‘কোনো দরজা আমি বন্ধ করছি না, তবে আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি না যে আমি জাতীয় দলে ফিরে আসব। আমাকে এই বিষয়ে আরও ভাবতে হবে।’
কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোলের দেখা না পেলে অতিরিক্ত সময়ে নেইমারের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় ব্রাজিল। তখন স্বপ্ন দেখা শুরু করে ব্রাজিলিয়ানরা।
কিন্তু পরক্ষণেই বিধিবাম! সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সেলেসাওরা। ক্রোয়েট ফরোয়ার্ড ব্রুনো পেটকোভিকের দুর্দান্ত এক শটে বল জড়িয়ে যায় ব্রাজিলের জালে। ফলে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হওয়ায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ।
টাইব্রেকারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। এই হারে ২০০৬ বিশ্বকাপ থেকে টানা পঞ্চমবার নকআউটে এসে ইউরোপিয়ান কোন দলের বিপক্ষে হারলো ব্রাজিল।