ফিফার শাস্তির মুখে ক্রোয়েশিয়া!
স্পোর্টস ডেস্কঃ
কাতারে অনুষ্ঠিত চলতি ফুটবল বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটেই চলছে। মাঠের লড়াইয়ের সেই অঘটন ছড়িয়ে পড়ছে মাঠের বাইরেও। এ সব ঘটনায় এবার নড়েচড়ে বসেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের শাস্তির মুখে পড়তে যাচ্ছে ক্রোয়েশিয়া।
কিছুদিন আগেই ব্রাজিলের বিপক্ষে ম্যাচ চলাকালেই ড্রেসিংরুমে কসোভোর জাতীয় পতাকা টাঙিয়ে বিদ্বেষমূলক বার্তা দিয়েছিল সার্বিয়া। এই ঘটনায় কসোভো প্রতিবাদ করলে বিষয়টি আমলে নেয় ফিফা।
এবার গ্যালারি থেকে মাঠের খেলোয়াড়কে বাজে মন্তব্য করায় ক্রোয়েশিয়ার বিপক্ষে তদন্তে নেমেছে সংস্থাটি।
ঘটনাটি ঘতে গত রোববার(২৭ নভেম্বর)। এদিন বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল কানাডা ও ক্রোয়েশিয়া। এই ম্যাচ চলাকালেই ঘটে অনাকাঙ্খিত এক ঘটনা। যা মোটেই ভালো কিছুর বার্তা বয়ে আনে না।
জানা যায়, ম্যাচের এক পর্যায়ে ক্রোয়েট সমর্থকরা কানাডার গোলরক্ষক মিলান বোরজানকে বাজে ভাষায় গালমন্দ করেন। এমনকি তার স্ত্রী ও মা-বাবা নিয়েও বাজে মন্তব্য করেন। ম্যাচ চলাকালে বোরজানকে হেয় এবং অপদস্ত করার চেষ্টাও করেন তারা।
এই ঘটনার জের ধরে ফিফা ববাবর অভিযোগ জানায় কানাডা। তার জের ধরেই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। তাতে বড় শরনের শাস্তিই পেতে পারেন ক্রোয়েশিয়া ও তাদের সমর্থকরা।
শাস্তির ধরন নিয়ে বার্তা সংস্থা এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের ঘটনায় ক্রোয়েশিয়া দোষী সাব্যস্ত হলে নিষেধাজ্ঞাসহ নানামুখী শাস্তি হতে পারে। বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন ক্রোয়েট সমর্থকরাও।