কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি
স্পোর্টস ডেস্ক::
শেষ হয়ে আসছে ফুটবলের এবারের বিশ্ব আসর কাতার বিশ্বকাপ। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ আসরের। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে কোয়ার্টারের শেষ আট দল। এর সূচিও তৈরি।
শুরু থেকেই উত্তেজনা ছড়িয়ে আসছেে এবারের এই আসর। সেটা বজায় রইলো নকআউট পর্বেও। দারুণ উত্তেজনাপূর্ণ দ্বিতীয় রাউন্ড শেষে নির্ধারিত হলো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল লাইনআপ। বিশ্বকাপের সেরা আটটি দল খেলবে শেষ আটের লড়াইয়ে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে নানা অঘটন ঘটলেও দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তেমন একটা অঘটন চোখে পড়েনি। তবে শেষ ষোলোতে এসেই অঘটনটা ঘটিয়ে দিলো মরক্কো। ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে দলটি।
ওই দিকে রাতের অন্য ম্যাচে সুইজারল্যান্ডকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে পর্তুগাল। আর তাতেই নির্ধারিত হলো বিশ্বকাপের শেষ আটের আট দল। এই আট দল এবার লড়বে সেরা চারে জায়গা করে নেবার জন্য।
বিশ্বকাপের সূচি অনুযায়ী প্রথম কোয়ার্টারে নেদারল্যান্ডস মুখোমুখি হবে আর্জেন্টিনার। দ্বিতীয় কোয়ার্টারে ফ্রান্স মুখোমুখি হবে ইংল্যান্ডের। জাপানকে টাইব্রেকারে হারানো ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ব্রাজিল। মরক্কো মুখোমুখি হবে হট ফেভারিট পর্তুগালের।
এক নজরে দেখে নেওয়া যাক, কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি
১ম কোয়ার্টার ফাইনাল – ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া
৯ ডিসেম্বর, শুক্রবার রাত ৯টা, এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান
২য় কোয়ার্টার ফাইনাল – নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা
৯ ডিসেম্বর, শুক্রবার, রাত ১টা লুসাইল স্টেডিয়াম, লুসাইল
৩য় কোয়ার্টার ফাইনাল – পর্তুগাল বনাম মরক্কো
১০ ডিসেম্বর, শনিবার, রাত ৯টা আল থুমামা স্টেডিয়াম, দোহা
৪র্থ কোয়ার্টার ফাইনাল – ফ্রান্স বনাম ইংল্যান্ড
১০ ডিসেম্বর, শনিবার, রাত ১টা আল বাইত স্টেডিয়াম, আল খোর