কালিগঞ্জে নারী ও শিশু নির্যাতন নির্মূলকরণে মানব-বন্ধন কর্মসূচি পালন
এস.কে ফিরোজ আহম্মেদ :
“সবার মাঝে ঐক্য গড়ি,নারী ও শিশু নির্যাতন বন্ধ করি।” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালীগঞ্জে ব্র্যাকের উদ্যোগে এক মানব-বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ ০৪-১২-২০২১ তারিখ রবিবার সকালে কালীগঞ্জ ব্র্যাক অফিসের সামনে এ মানব-বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মোঃ হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও ব্র্যাকের কালীগঞ্জ শাখা ব্যবস্থাপক প্রভাত কুমার মিত্রের সভাপতিত্বে উক্ত মানব-বন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় সাধারণ জনগণের সাথে আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের আর এক শাখা ব্যবস্থাপক হারুন অর রশীদ (বি সি ইউ পি), হিসাব কর্মকর্তা মি: পরিমল সহ আরো অনেকে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করেন ও নানা কর্মসূচি নেয়। ব্র্যাকের এই মানব-বন্ধন কর্মসূচি তারই একটি অংশ।
এ কর্মসূচির মাধ্যমে নারী ও শিশু নির্যাতন নির্মূলকরণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।