কলারোয়ায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
কলারোয়া প্রতিনিধি :
রবিবার সকালে “ফাস্ট ফুডের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় বিজ্ঞান মেলায় স্টল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান বেনজীর হেলাল, উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক আজিজুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, আনারুল ইসলাম, তজিবুর রহমান, রীনা রানী পাল, তৌহিদুজ্জামান, আ.জব্বার, হুমায়ুন কবির মিঠু, সমীর কুমার, মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, প্রদীপ কুমারসহ অতিথিবৃন্দ। এর আগে দু’দিনব্যাপি শুরু হওয়া ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লাল্টু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। উল্লেখ্য, ২দিনব্যাপি আয়োজিত বিজ্ঞান মেলায় উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া স্টল মেলার শোভা বর্ধন করে।
এদিকে, ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে রবিবার দুপুর ২টায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে বলে জানা যায়।
Please follow and like us: