সাতক্ষীরার তালায় চুরির অপবাদে শিশু নির্যাতন, ইউপি সদস্য গ্রেপ্তার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা :
টাকা চুরির অভিযোগে এক শিশুকে নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় পুলিশ ইউপি সদস্য আমিনুর ইসলাম মোড়লকে গ্রেপ্তার করেছে।
শনিবার বিকেল তিনটার দিকে তাকে তাকে সাতক্ষীরা শহরতলীর লেকভিউ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আমিনুর রহমান মোড়ল সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আফাজউদ্দিন মোড়লের ছেলে ও তেঁতুলিয়া ইউপি’র ৩ নং ওয়ার্ড সদস্য।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী রেজাউল করিম জানান, গত ১০ নভেম্বর ইউপি সদস্য আমিনুর রহমান মোড়লের বাড়ি থেকে এক লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় ওই ইউপি সদস্যসহ কয়েকজন একই গ্রামের আজহারুল ইসলামের ছেলে রমজান আলীকে (১২) বাড়িতে আটক রেখে অমানুষিক নির্যাতন চালান।
তাকে উদ্ধার করে প্রথমে তালা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে ওই শিশুর বাবা আজাহারুল ইসলাম বাদি হয়ে ইউপি সদস্য আমিনুর ইসলাম মোড়লসহ তিনজনের নাম উলেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ শনিবার বিকেলে সাতক্ষীরা থেকে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে। তাকে রবিবার আদালতে পাঠানো হবে।