সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত-৩
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা :
মটর সাইকেলের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার আশাশুনি- ঘোলা সড়কের শ্রীউলা মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের একজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও দুইজনকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের নাম দেবাশীষ সরকার (৪২)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের অজয় সরকারের ছেলে। আহতরা হলেন, অভিজিৎ সরকার, মেহেদী হাসান ও মাহামুদুলহ।
নাকতাড়া গ্রামের তপন সরকার ও বিকাশ মণ্ডল জানান, তাদের গ্রামের দেবাশীষ সরকার, অভিজিৎ সরকারসহ কয়েকজন বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীউলা মাদ্রাসা মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলো।
এ সময় ঘোলা থেকে নাকতাড়াগামি একটি মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অভিজিৎ ও দেবাশীষকে ধাক্কা দেয়। এতে অভিজিৎ সরকার, দেবাশীষ সরকার, মটর সাইকেল চালক মেহেদী হাসান ও আরোহী মাহামুদুল আহত হয়। তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দেবাশীষ মারা যায়।
আহত তিনজনকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অভিজিৎ সরকার ও মেহেদী হাসানকে শুক্রবার ভোরে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম মটর সাইকেলর ধাক্কায় দেবাশীষ সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত তিনজন বিপদমুক্ত।# সাতক্ষীরা প্রতিনিধি।