অস্তিত্বের লড়াই-এ ঐক্যবদ্ধ হওয়ার আহব্বানে সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :
“অস্তিত্বের লড়াই-এ ঐক্যবদ্ধ হওয়ার আহব্বানে” এই পতিপাদ্যে সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার বেলা ১১ টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দিরে এই দ্বি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধ সুভাষ চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী বিশ^ানাথ ঘোষের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী জে এল ভৌমিক। এসময় তিনি বলেন, আমাদের সংখ্যালঘুদের উপর বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটে কিন্তু তার সঠিক তদন্ত ও বিচার হয় না। সংখ্যালঘুদের সর্বস্তরে অধিকার নিশ্চিত করাসহ সুষ্ঠ তদন্তের মাধ্যমে অতীতের সকল অনাকাঙ্খিত ঘটনার সঠিক বিচারের দাবি জানান।
এর আগে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. চন্দ্রনাথ পোদ্দার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড. তাপস কুমার পাল, যুগ্ম সম্পাদক শ্রী সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক শ্রী সাগর হালদার, দপ্তর সম্পাদক শ্রী সুবোল ঘোষ, সদস্য শ্রী প্রশাস্ত কুন্ডু, সদস্য উৎপল কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শ্রী বিশ^জিৎ সাধু, সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার শীল, সাতক্ষীরা জেলা মুন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জী প্রমূখ।