সাতক্ষীরা সীমান্তে ১৬টি সোনার বারসহ এক পাচারকারি আটক
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা :
চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে ১৬ পিস সোনার বারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। বৃহষ্পতিবার দুপুর দু’টোর দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত থেকে এসব আটক করা হয়।
আটককৃতক চোরাচালানির নাম মোঃ অহিদুজ্জামান (৩৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আব্দুল হামিদের ছেলে।সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আল মাহমুদ জানান, বিপুল পরিমান সোনা ভারতে পাচার করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে কেড়াগাছি বিজিবি ক্যাম্পের নায়ে সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে বৃহষ্পতিবার দুপুর দু’টোর দিকে বিজিবি সদস্যরা কেড়াগাছি সীমান্তের হরিদাস ঠাকুরের আশ্রমের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করে।
এ সময় সীমান্তের দিকে যাওয়া একটি ইজিবাইককে চ্যালেঞ্জ করলে অহিদুজ্জামান নামের এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। তার কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে ১৬ টি সোনার বার জব্দ করা হয়। আটক করা হয় ইজিবাইকসহ অহিদুজ্জামানকে। আটককৃত সোনার বারের ওজন এক কেজি ৮৫৭ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ৫৯ লাখ ৭০ হাজার ২০০ টাকা। ইজিবাইকের মূল্য দেড় লাখ টাকা। আটককৃত সোনার বার সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিন মৃধা জানান, এ ঘটনায় নায়েব সুবেদার রফিকুল ইসলাম বাদি হয়ে বৃহষ্পতিবার সন্ধ্যায় চোরাচালানি অহিদুজ্জামানের নাম উলেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামী অহিদুজ্জামানকে শুক্রবার আদালতে পাঠানো হবে।