তুয়ারডাঙ্গায় অন্যের রেকর্ডীয় ও দখলীয় জমি জবর দখলে ষড়যন্ত্রের অভিযোগ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গায় অন্যের রেকর্ডীয় ও ভোগদখলীয় জমি জবর দখলের লক্ষ্যে হুমকী ও নানা আস্ফালনের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করা হয়েছে।
তুয়ারডাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেন মোল্যার ছেলে আছাদুজ্জামান দিং বাদী হয়ে দায়েরকৃত অভিযোগ ও বাদী পক্ষ জানান, চান্দী বামনডাঙ্গা গ্রামের আরশাদ সানার ছেলে অহেদুল সানা তুয়ারডাঙ্গা গ্রামের আছাদুজ্জামান দিং (৯জন) এর নিকট থেকে ২০/১০/২২ তাং ৪৫৮৮ নং কোবালা দলিলের মাধ্যমে চান্দিবামনডাঙ্গা মৌজায় ১৬৮৪ নং খতিয়ানে ৪৮৫ দাগে সাড়ে ৩৯ শতক জমি ক্রয় করেন।
সেই থেকে জমিতে ধান চাষ, পুকুরে মাছ চাষ, গাছগাছালি রোপন করে ভোগদখল করে আসছেন। জমি তার নামে মিউটিশান ও প্রিন্ট পর্চা হয়েছে। খজনাদিও পরিশোধ করে চেকদাখিলা কেটেছেন। তুয়ারডাঙ্গা গ্রামের ইছাহাক আলী সরদারের ছেলে জয়নাল আবেদীন একই দাগে ৩২ শতাংশ জমি ক্রয় করে ২০০৫ সাল থেকে ভোগদখল ও ঘরবাড়ি বেধে বসবাস করে আসছেন। তাদের প্রাপ্য জমি তাদের দখলে থাকলেও ষড়যন্ত্রমূলক ভাবে অন্যের জমি দখলের পায়তারা করছেন।
এমনকি গত ১০ নভেম্বর বাদী পক্ষের স্বচ্ছন্দ দখল ব্যবহারে বিঘœ সৃষ্টি করতে জয়নাল, তার ছেলে কুতুব আলী ও জহুরুল আবেদীন ভীতি প্রদর্শন ও আস্ফালন করেন। এব্যাপারে আসাদুজ্জামান দিং বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা করেছেন উল্লেখ করে তারা ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে আইন আদালত, প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।