খুলনায় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্র নিহত
খুলনা ব্যুরো :
খুলনায় চলন্ত ট্রেনের কলেজ ছাত্র নিহত হয়েছে। সে খুলনা আযমখান কমার্স কলেজের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী । সোমবার (২৮ নভেম্বর) নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকায় এ দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান। মৃত ওই শিক্ষার্থী হলেন, আব্দুল আজিজ। নিহতের বাড়ি যশোর জেলার গদখালী উপজেলার নিত্যানন্দকাটি গ্রামের জনৈক আতিয়ার রহমানের ছেলে। তিনি খুলনায় থেকে লেখাপড়া করতেন ।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১ টার দিকে খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকায় সকাল থেকে ঘোরাঘুরি করছিলেন। দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে শিরোমনি হাবিব বিল্ডিংয়ের রাস্তা ধরে পশ্চিম দিকে হাটা শুরু করেন তিনি। এর কিছুক্ষণ পর বেনাপোলগামী কমিউটার ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর প্রান্তে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে ।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খবির আহমদ বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। ছেলেটি কী কারণে সেখানে অবস্থান করছিলেন তা এখনও জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করে দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। রেলওয়ে থানার এ এস আই ভবেশ কুমার এলাকাবাসি বরাত দিয়ে এ প্রতিবেদককে জানান, সকাল থেকে ওই শিক্ষার্থী মনমরা হয়ে ঘোরাঘুরি করছিল। কখনও ট্রেন লাইন আবার কখনও রাস্তা ধরে। দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে দিকে রেল লাইন ধরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এর কিছুক্ষণ পরে বেনাপোলগামী কমিউটার ট্রেন তাকে ধাক্কা দিলে অপর প্রান্তে গিয়ে পড়ে যান। ধাক্কায় তার হাত পা সহ শরীরের অন্যান্য অঙ্গ ভেঙ্গে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে দৌলতপুর রেলফাঁড়ি প্রেরণ করা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা লাশ বুঝে নেওয়ার জন্য খুলনায় আসছেন।