সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বার) সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পদক আশরাফুজ্জামান আশুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ্যাড.মুজিবুল হক চুন্নু।
এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখ্ত, খুলনা বিভাগের প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা,চট্টগ্রাম বিভাগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, জাতীয় পার্টির উপদেষ্টা চেয়ারম্যান লেঃ কর্ণেল সাব্বির আহম্মেদ, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগীয় সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।