শ্যামনগরে দ্বায়িত্ব পালনরত র্যাব সদস্যের উপর হামলা, থানায় মামলা
স্ট্যাফ রিপোর্টার :
শ্যামনগরে দ্বায়িত্ব পালনরত র্যাব সদস্যের উপর হামলার ঘটনায় উপজেলার নকিপুর গ্রামের জাহান আলী মোল্যার ছেলে সাদ্দাম, হারবাদপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে গালিব, কলারোয়া থানার অজ্ঞাত গ্রামের আজিজুল হকের ছেলে সাগর সহ আর ৩ জনকে অজ্ঞাতনামা করে শ্যামনগর থানায় মামলা করেছেন র্যাবের ঐ সদস্য আবু সুফিয়ান ৷
এজাহার সূত্রে জানাগেছে যে, ২৪ নভেম্বর ২০২২ তারিখ বিকাল ৫ টার সময় মুন্সিগঞ্জ বাজারে সুশান্তের ইলেকট্রনিক্স দোকানের সামনে দিয়ে প্রাইভেটে যাওয়ার সময় সাদ্দাম, গালিব, সাগর সহ আরও ২/৩ জনকে সন্দেহমূলক তাদেরকে থামায় ৷
র্যাবের গোয়েন্দা সদস্য আবু সুফিয়ান তার পরিচয় দেন ৷ এ সময় তারা ক্ষিপ্ত হয়ে সবাই মিলে বেধড়ক মারপিট করে প্রাইভেট নিয়ে পালিয়ে যায় ৷ পরে আবু সুফিয়ানকে স্থানীয়রা উদ্ধার করে মুন্সিগঞ্জ র্যাব ক্যাম্পে মোবাইল ফোনে জানালে ক্যাম্পের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায় ৷
জনতাবন্ধে কর্তব্যরত র্যাব সদস্যদের সরকারি কাজে বাঁধা প্রদান, খুন করার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ গুরুতর জখম এবং ভয়ভীতি প্রদান করে পেনাল কোডের ১৪৩/১৮৬/৩৩২/৩৩/৩০৭/৩৫৩/০৬/১১৪ ধারার অপরাধের কারনে আবু সুফিয়ান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে শ্যামনগর থানায় একটি মামলা দ্বায়ের করেন ৷ যার নং-২৬ ৷