নিজ দলের এমপিরা বিদ্রোহী, হুমকিতে ঋষি সুনাকের প্রধানমন্ত্রীত্ব
আন্তর্জাতিক ডেস্ক:
নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে পড়েছেন যুক্তরাজ্যের কনজারভেটিভস পার্টির নেতা ও দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্য সরকারের হাউসবিল্ডিং পরিকল্পনা নিয়ে আয়োজিত ভোটে এ বিদ্রোহ দেখা দেয়।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, প্রায় ৪৭ জন টরি র্যাংক এবং ফাইল বেকবেঞ্চার (এমপি) সমান্তরাল এবং পুনপ্রজন্মের বিলের সংশোধনে সই করেছিলেন যা, স্থানীয় কাউন্সিলের ওপর হাউজবিল্ডিংয়ের লক্ষ্যগুলোর ওপর বাধ্যতামূলক আরোপের বিষয় নিষিদ্ধ হবে।
এ বিলটি ফেরত আনতে বুধবার হাউস অব কমন্সে বিতর্ক হবে এবং এ নিয়ে আগামী সোমবার একটি ভোট হবে।
যদি এ ভোটে লেবার পার্টি এবং অন্যান্য বিরোধী দল বিদ্রোহীদের সমর্থন দেয় তবে ঋষি সুনাক নিশ্চিত পরাজিত হবেন।
যুক্তরাজ্য সরকারের এক কর্মকর্তা জানান, যেহেতু আগামী বুধবার এ বিল নিয়ে বিতর্ক হবে তাই সোমবার একটি নিয়ে ভোট হওয়ার সম্ভাবনা নেই।
তিনি আরো জানান, লেভেলিং আপ সেক্রেটারি মিচ্যাল গোভ আগামী কয়েক সপ্তাহ এমপিদের সঙ্গে মিলিত হবেন এবং ক্রিসমাসের আগে ভোট আয়োজন করা হবে।
ভোট আয়োজনের দেরি করার সিদ্ধান্ত কনভারভেটিস পার্টিতে ঋষি সুনাকের কঠিন সময় বলে প্রমাণিত হচ্ছে। এ সিদ্ধান্ত নীতিগত ইস্যুতে বিদ্রোহীরা ধারাবাহিক সরকারকে বাধাগ্রস্ত করেছে। ভোট আয়োজনের বিলম্বতা সম্ভাব্য আরো বিদ্রোহীদের সমঝোতায় আনতে দলীয় লোকেরা বেশি সময় পাবে।