সাতক্ষীরার পারুলিয়ায় জমি লিখে না দেওয়ায় দুই পুত্র কর্তৃক পিতাকে মারপিটসহ নানানভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ায় জমি লিখে না দেওয়ায় দুইপুত্র কর্তৃক পিতাকে মারপিটসহ নানানভাবে হয়রানির প্রতিবাদে ও এ ঘটনার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, দেবহটা উপজেলার পারুলিয়া মাঝপাড়া গ্রামের ভুক্তভোগী পিতা আফসার আলী মোল্লা।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি তিনপুত্র সন্তানের জনক। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। পরিবারের সচ্ছলতা ফেরাতে আনুমানিক ১২ বছর পূর্বে আমার সম্পত্তি বিক্রয় করে অতিকষ্টে টাকা জোগাড় করে মেঝ পুত্র আল মামুনকে বিদেশে পাঠিয়েছিলাম। বিদেশে গিয়ে মেঝপুত্র আল মামুন টাকা উপার্জন শুরুর কিছুদিন পর আমার স্ত্রী হাওয়া বিবি আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে এবং আমাকে ছেড়ে আমার ভিটের উপর নির্মিত পুত্রের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে।
মায়ের পরামর্শে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় পুত্ররা। মেঝপুত্রের পরামর্শে আমার অন্য দুই পুত্র আব্দুল্লাহ ও আল আমিন আমাকে মারপিট করতে থাকে। আমাকে একঘরে করে রাখে। আমি তিন বছর নিজে রান্না করে খেয়েছি। কোন উপায় না পেয়ে গত বছর সাইমা খাতুন নামের স্বামী পরিত্যাক্ত এক সন্তানের জননীকে বিয়ে করি।
এতে পুত্ররা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে তাড়াতে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। এরই জেরে গত ২০ জুন ২০২২ তারিখে প্রবাসে থাকা মেঝপুত্রের নির্দেশে ছোটপুত্র আব্দুল্লাহ আমাকেসহ আমার দ্বিতীয় স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে কয়েকবার মারপিটও করে।
এঘটনায় আমি বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৭ নং আদালতে একটি মামলা দায়ের করি। এরপরও তাদের মারপিট ও অকথ্য ভাষায় গালি গালাজসহ অত্যাচারে অতীষ্ট হয়ে উঠেছি। তাদের দাবি জমি লিখে না দিলে আমার দ্বিতীয়স্ত্রীসহ আমাকে খুন করবে গুম করে ফেলবে। জমি বলতে এখন আমার শুধুমাত্র ভিটেবাড়ী টুকুই রয়েছে। যা ছিলো তা বিক্রয় করে আল মামুনকে বিদেশে পাঠিয়েছিলাম। আমার শেষ সম্বলটুকুও লিখে নিতে চায় তারা। অথচ আল মামুন এখন কোটিপতি। শুধুমাত্র আমাকে উচ্ছেদ করে তাড়িয়ে দেওয়ার জন্যই কৌশলে আমার শেষ সম্বলটুকু লিখে নেওয়ার চক্রান্তে মেতে উঠেছে। এবিষয়ে থানা পুলিশেরও কোন সহযোগিতা পাচ্ছি না। ফলে আমার সেখানে বসবাস অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় সম্পদলোভী তার দুই পুত্রদের হাত থেকে জীবনের নিরাপত্তা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।