বুধহাটায় অমল সাধু ও চেইন হাইজ্যাকের অভিযোগ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বাড়িতে ঢুকে অমল সাধু ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
ইউনিয়নের নৈকাটি মাঝের পাড়ার মৃত আঃ রহিম ওরফে আদর আলির ছেলে শাহাজান মোড়ল জানায়, সে খুলনা শহরে গাড়ি চালানসহ বিভিন্ন কাজ করে থাকে। নৈকাটি পশ্চিম পাড়ার আকিম উদ্দিনের ছেলে নাসির হোসেনও খুলনায় থেকে কাজ করে। প্রায় ৩ বছর শাহজাহান খুলনা থাকে।
সেখানে হোটেল ব্যবসায়ী আলামিনের কাছ থেকে সুদে টাকা নিয়ে লেনদেন করে আসছে। গত ১ অক্টোবর শাহজাহান মহাজনের সাথে কথা বলে তার কাছে পাওনা সুদে আসলে ১৯ হাজার টাকা আস্তে আস্তে শোধ করে দেবে বলে বাড়িতে আসে। বাড়িতে এসে আয় কমে যাওয়ায় টাকা দিতে পানেনি। তকে ৩/৪ মাসের মধ্যে ৬ কিস্তিতে টাকা শোধ করে দেবে জানালেও এখনো মহাজস মেনে না নেওয়ায় টাকা দিতে পারেনি বলে সে জানায়।
এদিকে নাসির মহাজনের সাথে যোগসাজস করে তার অজ্ঞাতে একটি ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ভুয়া টাকা গ্রহেনর চুক্তিনামা তৈরি করে সেখানে তারসহ অনেকের স্বাক্ষর করেছে। যা সম্পূর্ণ তার অজ্ঞাতে ও ষড়যন্ত্রমূলক। সেই তথাকথিত চুক্তিপত্রের ফটো কপি ঘটনার সময় তাদের কাছে দিয়ে নাসির, তার স্ত্রী, তার দুই বোন ও ভগ্নিপতি তাদের বাড়িতে ঢুকে হুলুস্থল কান্ড ঘটিয়ে অমল সাধু যার মূল্য ৮০ সহ¯্রাধিক টাকা ছিনতাই করে নিতে থাকলে বাধা দিলে মারপিট করে ভয়ভীতি দেখিয়ে নিয়ে যায়। এসময় তার মায়ের গলায় থাকা একটি স্বর্ণের চেইনও খুজে পাওয়া যায়নি। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ, স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে। তারা বিষয়টি দেখার কথা বলায় এখনো থানায় অভিযোগ করা হয়নি বলে তিনি জানান।