সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় নিহত-১,আহত-১
আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরার ভালুকা-চাঁদপুরে পিকআপ ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানযাত্রী নিহত ও অপর এক ভ্যানচালক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এঘটনা ঘটে। আহত ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম আলাউদ্দীন সরদার। তিনি আশাশুনির উপজেলার কুল্যা গ্রামের বাসিন্দা। গুরুতর আহত ভ্যান চালক হারুন-অর-রশিদ সদর উপজেলার জোড়দিয়া গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ওসি আবু জেহাদ ফকরুল আলম খাঁন জানান, আলাউদ্দীন সরদার রাতে ভ্যানে করে ভালুকা-চাঁদপুর থেকে তার বাড়ি কুল্যা গ্রামে ফিরছিলেন। কলেজ মোড়ে পৌছালে আশাশুনি থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি মুরগিবাহী পিকআপ মুখোমুখি ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানযাত্রী আলাউদ্দীন সরদার ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন ভ্যানচালক হারুন-অর-রশিদ। স্থানীয়রা হারুন-অর-রশিদকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন।
সদর থানার এসআই নকিব হোসেন জানান,খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করি এবং দূর্ঘটনায় পড়া পিকআপ চালক ও সহকারীকে আটক করে থানায় আনি। এঘটনায় আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই নকিব।