শ্যামনগর বুড়িগোয়ালিনীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত
আশিকুজ্জামান লিমন, শ্যামনগর থেকেঃ-
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ৷ ১৮ নভেম্বর ২০২২ তারিখ শুক্রবার বিকাল ৪ টাই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷
নীলডুমুর উত্তর পাড়া যুব উন্নয়ন সংঘ্যের আয়োজনে ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলডুমুর ১৭বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহাসান (এস জিপি) (পি-আই এনজি)ইঞ্জিনিয়ার্স, সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবির, বুড়িগোয়ালিনী ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভবতোষ মন্ডল, নৌ পুলিশের এস আই সাকাওয়াত হোসেন, শ্যামনগর থানার বুড়িগোয়ালিনী বিট কর্মকর্তা পিংকু মন্ডল সহ প্রমূখ।
সার্বিক সহযোগিতা ও পরিচালনায় করেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগের এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
নৌকা বাইজ প্রতিযোগিতায় ছয়টি দল নৌকা নিয়ে অংশগ্রন করে। প্রতিযগিতায় ১ম স্থান অধিকার করেন, গাবুরা হীরের তরি নৌকা দল, ২য় সোনার তরি ও ৩য় পুইজালা নৌকা দল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ৷
Please follow and like us: