শ্যামনগর মুন্সীগঞ্জের মথুরাপুর থেকে ফের ভেজাল মধু জব্দ
আশিকুজ্জামান লিমন, শ্যামনগর থেকে-
শ্যামনগর মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর থেকে ফের ভেজাল মধু জব্দ করেছে হরিনগর নৌ-পুলিশ ফাঁড়ী ৷ ১৭ নভেম্বর ২০২২ তারিখ রাত ৯ টার সময়ে হরিনগর নৌ-পুলিশের সাব ইন্সপেক্টর শিশির ঘোষ, এসআই মোঃ হাসান আলী সহ সঙ্গী ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে আব্দুর রশিদ ওরফে চিনি রশিদের বাড়িতে অভিযান চালিয়ে ৫ ড্রাম ভেজাল মধু উদ্ধার করেন ৷
অভিযানের সংবাদ পেয়ে আব্দুর রশিদ পালিয়ে যায়। আব্দুর রশিদ ওরফে চিনি রশিদ মথুরাপুর গ্রামে মৃত এম গাজীর ছেলে ৷
নৌ-পুলিশের ইনচার্জ সাব ইন্সপেক্টর শিশির ঘোষ জানান, চিনি রশিদের বাড়ির পুকুর থেকে চিনি মেশানো মধু ১৫ কেজি ও চিনির সিরা ২৩০ কেজি ৫ টি কন্টিনার জব্দ করা হয় ৷
স্থানীয়রা জানান, আব্দুর রশিদ চিনি জালিয়ে ভেজাল মধু তৈরী করে স্থানীয় বাজার সহ দেশে ও বিদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে কোটি কোটি টাকা উপার্জন করে আঙুল ফুলে কলাগাছ বনে গেছে। ইতোপূর্বে সে একাধিকবার ভেজাল মধু সহ প্রশাসনের কাছে গ্রেফতার হয়। কিন্তু আইনের ফাঁকফোকড় দিয়ে জামিনে মুক্তিপেয়ে পুনরায় একই কাজে লিপ্ত হয়। তাকে আইনের আওতায় কঠিন শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সহ সুশীল সমাজ।
Please follow and like us: